এসো হে বসন্ত

🌿🌼🍀

ওরে মন পলাশ

তুই কেনো থাকিস না গোপনে,

বসন্তের এই আগমনে,

নতুন ঋতুর সম্ভাষণে--

পাখির কল কাকলিতে 

আর কোকিলের অবিরাম কুজনে

মন পলাশ যেন অন্য ফুলের 

চেয়েও দামি রঙে রঙিন

ঝরে পড়া পলাশ তাই , না হলে সে তো 

ধরা ছোঁয়ার বাইরে

হঠাৎ হাতের মুঠোয় পেলাম

তাই এত আনন্দ,

শুধু ফুল তোলার আনন্দ নয়

পলাশের সাজে সাজবো বলেই নতুন জীবন

এবার বসন্ত বাহিরের রং নয়

রং মনে, বসন্তের রঙ্গীন দক্ষিণ হাওয়ায়

দুলছে যখন লাল অশোক ফুলের গুচ্ছ,

তখন যেন মন উদাসী। 


🌿🌿🌼🌼🌿🌿

অদিতি 

Comments

Popular posts from this blog

Dhananjay Chatterjee's Execution