একটি কবিতা, a Poem

মেঘলা মন 

আমার জীবন যেন মেঘ বৃষ্টির খেলা, 
 আমার জীবনে মেঘ মানেই দুর্যোগ এর পূর্বাভাস। 
 তাই আমি কখনো মেঘলা কখনো বর্ষা, বৃষ্টিতে প্রচুর ভিজে কখনো একেবারে এক সা, 

 ভিজেই আমার মিটে গেলো সাধ বৃষ্টির কোনো অভাব ছিলো না , 
 
অভাব ছিলো জলে ভেজার সুখ ব্যাধির ভয়ে বৃষ্টির থেকে বাঁচতে চেয়েছি। 
 কিন্তূ নিরুপায় আমি, বার বার ভিজে গেছি। নিজেকে আমি বাঁচাতে পারিনি। 
 
দমকা হাওয়ায় প্রায় হারিয়েছি নিজেকে এখন একটু সময় পেয়ে অনুভূতি লিপি বদ্ধ করছি। 
 কত সবাই প্রেমের কবিতা লেখে বৃষ্টি ভেজা, মেঘলা দিনে, আমিও লিখে ফেলি তাই

কিন্তূ ভাবি এই বুঝি হবে আমার সৃষ্টি কবিতা, আশঙ্কায় কাব্য করতে প্রায় ভুলতে বসেছিলাম যখন, 

তখন শ্রাবনের বারিধারার মতন মনের মধ্যে নেমে এলো স্মৃতির ভাসম্মান মেঘ 
 যা ভেসে বেড়ায় মগজের নীল আকাশে যেখানে অবিরাম মেঘ বৃষ্টি র খেলা লেগেই আছে, 

 বাইরের প্রকৃতি তাঁকে ছুঁতেও পারবে না। 
 ঠিক সেই দেবতার বাণী র মতো 

 যে আত্মা রোদে, জলে, অগ্নিতে সবসময় একরকম, অপরিবর্তনীয়। 

 বৃষ্টি আসবে যাবে, ঋতুর আবর্তে কিন্তূ রৌদ্র ঝালমলে আকাশ উঁকি মারবেই। 

 এবার বোধহয় মেঘলা দিনের শেষে 
স্বচ্ছ নীল অম্বর দেখা যাবে।

অদিতি ব্যানার্জী
🌿🌿🌿

Comments

Popular posts from this blog

𝔼𝕟𝕕 𝕠𝕗 𝕒𝕟 𝔼𝕣𝕒, 𝔸𝕕𝕚𝕖𝕦 ℙ𝕠𝕡𝕖 𝔽𝕣𝕒𝕟𝕔𝕚𝕤, ℍ𝕚𝕤 ℍ𝕠𝕝𝕚𝕟𝕖𝕤𝕤

Dhananjay Chatterjee's Execution