𝕋𝕙𝕖 𝔹𝕒𝕦𝕝 𝕤𝕚𝕟𝕘𝕖𝕣𝕤

 𝕋𝕙𝕖 𝔹𝕒𝕦𝕝 ℂ𝕠𝕞𝕞𝕦𝕟𝕚𝕥𝕪 

বাউল বাংলাদেশের এক বিশেষ সাধক সম্প্রদায়।বাউল শব্দের অর্থ বায়ুগ্রাস্ত অথবা পাগল। ঈশ্বরপ্রেমে মাতোয়ারা প্রায় উন্মাদের মতো ব্যক্তি যথার্থ বাউল। দশম শতাব্দীতে বাংলাদেশে বৌদ্ধ ধর্মের প্রচার ঘটে। তারই একটি শাখা সহজান। সহজিয়া বৌদ্ধধর্মের প্রভাবে বৈষ্ণব সহজিয়া মতের উদ্ভব। এই ধর্ম মতের সঙ্গে যুক্ত হয় মুসলমান sufi মতবাদ। এরই পরিণামে নামক ধর্ম মত ও বাউল সম্প্রদায় দেখা দেয়। শাস্ত্র চর্চা ছাড়াও মানুষ যে সত্য লাভ করে জীবনকে সুষমাময়, সংগীতময় করে তুলতে পারে বাউলেরা তার প্রমাণ। এদের পুঁথিগত বিদ্যা নেই কিন্তু হৃদয়ে দীপ্ত রয়েছে জ্যোতির্ময় আত্মার অনির্বাণ শিখা।প্রচলিত ধর্মের আচার, অনুষ্ঠান, রোজা, নামাজ এরা মানেন না। এরা বলে,

তন্ত্র মন্ত্রে বেদ পুরাণে, ঘুরায় কেমন নানান টানে,

যোগে জাগে তীর্থ স্থানে সহজ মানুষ ধরে হারাই।।

এদের একমাত্র সাধ্য মনের মানুষ ভিতরে বাইরে মনের মানুষ খুঁজে বেড়ায়।

আমি কোথায় পাবো তারে

আমার মনের মানুষ যারে।।

বাউল সাধনার মূল মন্ত্র মর্তে সাঁই ভগবান উপলব্ধি।

🌺🌺🌺


Comments

Popular posts from this blog

Dhananjay Chatterjee's Execution