Flood alert in North Bengal, more than twenty people are dead
Flood scenario before Lakshmi Puja
উত্তর পশ্চিম বঙ্গের প্রবল বৃষ্টিতে তিস্তা, তর্ষা, করলা নদী প্লাবিত হবার দরুন মানুষের সঙ্কট দেখা দিয়েছে। নদীর জল স্বাভাবিকের থেকে উপরে উঠে যাওয়ায়, স্রোতস্বিনী নদীর প্লাবনে পারিপার্শ্বিক গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষ তাদের ভিটে মাটি ছেড়ে, বাসস্থান ত্যাগ করে প্রাণ নিয়ে গৃহহীন হয়েছে। Damodar Valley Corporation (DVC) 5000 cusecs জল ছেড়ে দেওয়ায় নদী প্রবল বেগে বইছে। উত্তরবঙ্গে 261mm বৃষ্টি হয়েছে গত কয়েকদিনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়ের কথা অনুযায়ী প্রশাসন সতর্ক জারি করেছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এর মানুষ এবং গৃহপালিত পশুর অবস্থা অনুকূলে নয়। পূর্বেও বৃষ্টি হয়েছে, অবস্থা উন্নতি হয়নি বরঞ্চ বিধ্বংসী প্লাবনে সম্মুখীন হয়েছে সেখানে শিশু থেকে বয়স্ক মানুষেরা। শীলাবতী, কেলাইঘা, কংশবতীর জল উপচে পড়েছে। নিরীহ মানুষের মৃত্যু হয়েছে।
Due to heavy landslides, the main road to Darjeeling that is Rohini Road was severely damaged. So the transport connection was cut off. The Dudhia bridge too collapsed during heavy floods. Houses in Mirik were dismantled. Local people were rescued but wild animals were flowed away in river waters. The situation became worse due to high tide. In Doors people went to safer places on elephant back. An alert has been sent from neighbouring country Bhutan on further damage since Wangchu river has overflowed a dam.
🇮🇳🙏(;ŏ﹏ŏ)(ꏿ﹏ꏿ;)
Comments